পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘পুলিশের সাবেক কতিপয় শীর্ষ কর্মকর্তার সম্পদের তদন্ত চলছে। তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে। তাই এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না।’
গণমাধ্যম নিয়ে সম্প্রতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের সম্পর্কের টানাপোড়েন হবে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছে, যেখানে সব ভুল-বোঝাবুঝি আলোচনার মাধ্যমে নিরসন হবে।’
গতকাল বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
এর আগে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন চারতলা অস্ত্রাগার ভবন, ছয়তলা মাল্টিপারপাস ভবন ও বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন করেন তিনি। পরে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় খুলনা সিটি করপোরেশনের পুলিশ কমিশনার মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মামুন বলেন, ‘বাংলাদেশ পুলিশ জনগণের কল্যাণে কাজ করে। পুলিশের ইউনিট প্রত্যন্ত অঞ্চলে ছিটিয়ে থাকে। পুলিশের থানা প্রতিষ্ঠার পর থেকে কখনো তালা লাগানো থাকে না। সব সময় থানার দরজা খোলা থাকে, মানুষ সেখানে আসে। মানুষের সমস্যা শোনার জন্য আমরা প্রস্তুত থাকি।’