পূর্ণাঙ্গ রায়: প্রাথমিক স্কুলের ম্যানেজিং কমিটিতে এমপির সুপারিশ অবৈধ - দৈনিকশিক্ষা

পূর্ণাঙ্গ রায়: প্রাথমিক স্কুলের ম্যানেজিং কমিটিতে এমপির সুপারিশ অবৈধ

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশের বিধান অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলো হাইকোর্ট। পরে এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিলেন। সেই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রুলটি যথাযথ ঘোষণা করে আদালত রায় ঘোষণা করেন।

ফলে কমিটিতে স্থানীয় সংসদ সদস্যরা কোনো সুপারিশ করতে পারবেন না বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপির সার্টিফাইট কপি হাতে আসার পর বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী।

একই সঙ্গে প্রজ্ঞাপনের ২(২) ধারা চ্যালেঞ্জ করে রিটকারী শহীদুল্লাহ কুমিল্লার একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনে বাধা নেই। 

এর আগে, এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে ২০২২ খ্রিষ্টাব্দে ১৬ আগস্ট হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেন, প্রাথমিক স্কুল পরিচালনা কমিটিতে কারা থাকবেন সে বিষয়ে স্থানীয় সংসদ সদস্য পরামর্শ বা কারো নাম প্রস্তাব করতে পারবেন না। এই রিটে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। 

রিটকারী আইনজীবী বলেন, ২০০৮ এবং ২০১৯ খ্রিষ্টাব্দে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপন আছে, যেখানে বলা হয়েছে প্রাথমিক স্কুল পরিচালনা কমিটিতে দু’জন বিদ্যোৎসাহী (নারী ও পুরুষ) সদস্য থাকবেন, যাদের ব্যাপারে নাম প্রস্তাব করবেন স্থানীয় সংসদ সদস্য।

এ কারণে শহীদুল্লাহ নামে একজন অভিভাবক ওই প্রজ্ঞাপনের ২(২) ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। তিনি বলেন, সাধারণত একজন সংসদ সদস্য যখন কারো নাম প্রস্তাব করেন তখন তাকেই সভাপতি করা হয়। তাহলে নির্বাচনের তো আর প্রয়োজন হয় না। ওই রিটের শুনানি নিয়ে ২০১৯ খ্রিষ্টাব্দে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রুলটি যথাযথ ঘোষণা করে আদালত রায় ঘোষণা করে আদালত। 

সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (ম্যানিজিং) কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ করার বিধান অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেন হাইকোর্ট। ফলে কমিটিতে স্থানীয় সংসদ সদস্য কোনো সুপারিশ করতে পারবেন না বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী।

ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রুলটি যথাযথ ঘোষণা করে আদালত রায় ঘোষণা করেন।

এর আগে ভিকারুনিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির বিষয়ে আদালত যে আদেশ দিয়েছিলো অনুরূপ আদেশ হয়েছে বলে জানান রিটকারীর পক্ষের এ আইনজীবী।

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী - dainik shiksha মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের - dainik shiksha সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য - dainik shiksha সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো - dainik shiksha যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ - dainik shiksha সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0031740665435791