পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, পোষ্য কোটা হচ্ছে অযৌক্তিক ও বৈষম্যমূলক। আমরা সব ধরনের বৈষম্য দূর করতে আন্দোলন করেছি। আমরা আর কোথাও বৈষম্য দেখতে চাই না। তাই পোষ্য কোটার মতো ‘তেলা মাথায় তেল দেওয়া’ কোটা দ্রুত বাতিল করতে হবে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেবির সামনে মানববন্ধন করে এ তিন দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি হলো- যৌক্তিকভাবে ভর্তি ফি, সেমিস্টার ফি ও ক্রেডিট ফি কমিয়ে শিক্ষার্থীদের নাগালের মধ্যে আনতে হবে, পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে এবং আগামী দুই সেমিস্টার চার মাস করে শেষ করতে হবে।
মানববন্ধনে আজাদ শিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন আসাদুল্লাহ আল গালিব, ফয়সাল হোসেন, হাফিজুল ইসলাম, মাহাবুল ইসলাম পবন ও মোহাম্মদ আলী সুমন প্রমুখ।