পৌনে ৩ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা - দৈনিকশিক্ষা

পৌনে ৩ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

গাজীপুর প্রতিনিধি |

দুই কোটি ৭০ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে নরসিংদী সদরের সাবেক সাব-রেজিস্ট্রার নিহার রঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার গাজীপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা হয়েছে। ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। 

নিহার রঞ্জন বর্তমানে সাময়িক বরখাস্ত ও মহাপরিদর্শক নিবন্ধন-ঢাকা কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর থানার কারফা এলাকায়। বাবার নাম নরেন্দ্র বিশ্বাস।

মামলায় উল্লেখ করা হয়েছে, নরসিংদী সদরের সাব-রেজিস্ট্রার থাকাকালে নিহার রঞ্জন ২০২১ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে ওই বছরের ৩০ নভেম্বর পর্যন্ত নরসিংদী সদর অফিসে দলিল সম্পাদনকালে উৎস কর বাবদ আদায়কৃত টাকা সংশ্লিষ্ট ফি বহিতে যোগফল প্রকৃত যোগফল থেকে কৌশলে কম দেখিয়ে দুই কোটি ৭০ লাখ ১২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। 

মামলার বাদী বলেছেন, নিহার রঞ্জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর যথানিয়মে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা-২-এর উপ-পরিচালক মো. জহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম ও ওয়াহিদ মঞ্জর সোহাগ গঠিত এনফোর্সমেন্ট টিম গত বছরের ৩০ মার্চ অভিযান চালিয়ে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে, নরসিংদী সদর সাবরেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনকালে রেজিস্ট্রি খরচ বা সরকারি রাজস্ব আদায় বাবদ টাকা অর্থাৎ উৎস কর, স্থানীয় সরকার কর, রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি ফি বাবদ আদায়কৃত টাকা বা পে-অর্ডারগুলো দিনভিত্তিক পৃথক রেজিস্ট্রার মোতাবেক আদায় বা লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু দিনশেষে প্রকৃত আদায়কৃত টাকা বা পে-অর্ডার ব্যাংকে কম জমা দিয়ে আত্মসাৎ করা হয়েছে।

এতে দেখা গেছে  দিনশেষে ফি বহিতে উল্লেখ করা যোগফল প্রকৃত যোগফল থেকে কম। এভাবে ২০২১ খ্রিষ্টাব্দের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত উৎস কর বাবদ আদায় করা টাকা কম দেখিয়ে নরসিংদী সদরের সাব-রেজিস্ট্রার নিহার রঞ্জন বিশ্বাস ২ কোটি ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। 

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (নরসিংদী) উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার দৈনিক শিক্ষাডটকমকে জানান, বাদীর টাইপ করা এজহারটি দুদকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সোমবার দুপুরে পেয়ে তা মামলা হিসেবে রুজু করা হয়েছে। তদন্তের পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি - dainik shiksha পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের - dainik shiksha পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0032639503479004