ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আক্তারুজ্জামান বলেছেন, প্রকৃতির প্রতি আমাদের সবার দ্বায়িত্ব আছে। আমরা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছি, প্রকৃতি বিমুখ হয়ে উঠেছি। যার জন্য প্রকৃতিও আমাদের প্রতি বিমুখ। পরিবেশ রক্ষায় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। প্লাস্টিক বর্জন ও নদী দূষণ বন্ধে আরো বেশি সচেতন হতে হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সদরঘাটে আয়োজিত বর্ষা উৎসবের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
আষাঢ়ের প্রথম দিনে নাচ-গান-কবিতায় বর্ষাকে আহ্বান জানাতে রাজধানীর সদরঘাটে এ উৎসবের আয়োজন করে বর্ষা উৎসব উদযাপন পরিষদ'। অনুষ্ঠানে মাহফুজা আক্তার মীরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. নিগার চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূত্রাপুর থানার ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল্লাহ্ মিনু, আলোচক হিসাবে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, ও এটিএন বাংলা লিমিটেডের এডভাইজার তাসিক আহমেদ। এসময় বর্ষা উদযাপন কমিটি স্থানীয় বাসিন্দাসহ শিশু কিশোরদের বিভিন্ন বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা উপহার দিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে বর্ষা বন্দনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগীতানুষ্ঠান ও নৃত্যে অংশ নেয় বহ্নিশিখা, বাফা, সুরবিহার, ভিন্নধারা, সত্যেন সেন শিল্পগোষ্ঠী, শিশু কিশোরদের সংগঠন সীমান্ত খেলাঘর আসর, স্পন্দন, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র ও পুষ্পাঞ্জলি। একক সঙ্গীত ও কবিতা আবৃত্তিরও আয়জন করা হয়। স্থানীয় বাসীন্দারা এ অনুষ্ঠান উপভোগ করেন।