বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহের শেষ দিকে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে।
বৃহস্পতিবার দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানান তিন প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম।
তিনি বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। কমিটিও গঠন হয়নি। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা না করে পরীক্ষা কবে হবে তা বলা মুশকিল। আগামী সপ্তাহে এ বিষয়ে সভা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে।
অধ্যাপক রফিকুল আলম আরো জানান, সাধারণত বুয়েটের ভর্তি পরীক্ষার পরপরই প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও এভাবেই পরিকল্পনা করা হবে। আমরা চেষ্টা করবো বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজন করার।