দৈনিক শিক্ষাডটকম, নেত্রকোনা : চাকরি দেয়ার নাম করে টাকা নিয়ে চাকরি দিতে না পারা এবং সেই টাকা ফেরত না দেয়ায় দায়েরকৃত প্রতারণা মামলায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত শিক্ষক এস এম সাজ্জাদুল হক (৫৫) বারহাট্টা উপজেলার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক আলী রেজা স্বাক্ষরিত পত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ৩১ মার্চ তাকে কারাগারে পাঠানোর হয়। গত ৫ এপ্রিল তিনি আদালত থেকে জামিন পান। সাজ্জাদুল হক এবং প্রতারণা মামলার বাদী ভুক্তভোগী আল আমিন একই উপজেলার বিক্রমশ্রী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
বারহাট্টা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, গত সোমবার এই প্রধান শিক্ষকের বরখাস্তের চিঠি তিনি হাতে পান এবং বরখাস্তের চিঠিও তার বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।