জাতীয় শিক্ষক দিবসের পরিবর্তে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশে এবার সরকারি খরচে শিক্ষক দিবস উদযাপিত হতে যাচ্ছে। দেশের সব শিক্ষককে সঙ্গে নিয়ে এ দিবসটি উদযাপন করবে শিক্ষা মন্ত্রণালয়। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দিবসটি উদযাপনের চিন্তা আছে শিক্ষা প্রশাসনের। দিবসটি উদযাপনে ইতোমধ্যে একাধিক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, ২০২২ খ্রিষ্টাব্দে সরকারিভাবে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছিলো। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের উদ্যোগে সারাদেশে শিক্ষক দিবস উদযাপিত হয়েছিলো। তবে সরকারিভাবে কোনো খরচ বহন করা হয়নি। শিক্ষা অফিসের নিজস্ব খরচে র্যালি ও নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। তবে এবার (২০২৩ খ্রিষ্টাব্দে) সরকারি খরচে শিক্ষক দিবস উদযাপিত হতে যাচ্ছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।