কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ এবং স্কুলে উপস্থিতি বাড়াতে নীলফামারীর জলঢাকায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২২ মার্চ) দুপুরে কাঁঠালী সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
প্রথম ধাপে সারাদেশে ৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসুচির মধ্যে জলঢাকা উপজেলায় ১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম অর্ন্তভূক্ত হয়।
উপজেলার কাঁঠালী সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৯ শিক্ষার্থী স্কুল খোলার দিনগুলোতে (বছরে ১৬০ দিন) জনপ্রতি ২০০ মিলি করে একটি দুধের প্যাকেট পাবেন বলে জানান প্রাণিসম্পদ অফিসার ডা. ফেরদৌসুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু রেজওয়ানুল কবীর, প্রাণিসম্পদ অফিসার ডা. ফেরদৌসুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোশফেকুর রহমান, প্রধান শিক্ষক রুবাইয়া আক্তারসহ অনেকে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।