শারীরিক প্রতিবন্ধিতা কোনো বাধা নয়, কথাটি আবারও প্রমাণ করেছে রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তৈয়বা তাবাসসুম। তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় অংশ নিয়ে ‘গোল্ডেন’ জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জোবায়দা আয়েশা সিদ্দিকা চায়না বলেন, ‘স্বাভাবিক হাঁটাচলা করতে অক্ষম তাবাসসুম শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রতিদিন ক্লাসে আসত এবং কলেজের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিত।’
জানা যায়, তাবাসসুমের মা ও বাবা দুজনেই চিকিত্সক। উভয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। তাদের পেশাগত কাজে ব্যস্ততার কারণে তাবাসসুম তার নানির সঙ্গে কলেজে যেতেন। ক্লাস ছাড়াও কলেজের সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিত। ফলাফল প্রকাশ উপলক্ষ্যে এই শিক্ষার্থী অন্যান্য দিনের মতোই সকাল সকাল কলেজে যান। ফলাফল দেখে তাকে ঘিরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উত্সাহ বেড়ে যায়।
তাবাসসুম তার প্রতিক্রিয়ায় জানান, তিনি কলেজের সব ক্লাসে উপস্থিত থাকতেন। এছাড়া প্রতিদিন গড়ে সাত-আট ঘণ্টা করে পড়াশোনা করতেন। নিয়মিত পড়াশোনা করলে ফলাফল খারাপ হওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, শিক্ষকরাই তার আদর্শ। এ কারণে নিজেও একজন শিক্ষক হতে চান।