শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে তাদের সমবয়সীদের মতো সমান সুবিধা লাভ করতে পারেন এবং ডিজিটাল প্রশিক্ষণ সামগ্রীগুলো সহজে ব্যবহার করতে পারেন তা নিশ্চিত করতে হবে।
গতকাল বুধবার সকালে বুয়েট কাউন্সিল ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) উদ্যোগে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় দুই দিনব্যাপী বাংলাদেশের অন্তর্ভূক্তিমূলক উচ্চশিক্ষার ওপর ডাইভার্স এশিয়া প্রকল্পের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শিক্ষামন্ত্রী বলেন, সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হলো উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে তাদের সমবয়সীদের মতো সমান সুবিধা লাভ করতে পারেন এবং ডিজিটাল প্রশিক্ষণ সামগ্রীগুলো সহজে ব্যবহার করতে পারেন তা নিশ্চিত করা। এ উদ্দেশে বাংলাদেশ ও ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা এবং সংস্থান উন্নত করা যাতে শিক্ষার্থীদের মাঝে বৈচিত্র্য অন্তর্ভুক্ত করা যায়।
বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, ডাইভার্স এশিয়ার সঙ্গে বুয়েটের সম্পর্কের ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব তা দূর হবে এবং তারা একসঙ্গে ডিজিটাল মাধ্যমগুলো যেমন ওয়েবসাইট, সফটওয়্যার অ্যাপলিকেশন, ইলেক্ট্রনিক ডকুমেন্টস প্রভৃতি সহজে ব্যবহার করতে পারবেন।
বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বলেন, বুয়েট ও ডাইভার্স এশিয়ার মধ্যে এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সাধারণ শিক্ষর্থীদের মতো সমান সুযোগ পাবেন।
সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে ছিলেন। ডাইভার্স এশিয়া প্রকল্পের গবেষক হিসেবে আছেন বুয়েটের আইআইসিটির অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।