প্রতিমন্ত্রীর সামনেই আওয়ামী লীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্ট ধাওয়া - দৈনিকশিক্ষা

প্রতিমন্ত্রীর সামনেই আওয়ামী লীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্ট ধাওয়া

মণিরামপুর (যশোর) প্রতিনিধি |

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যর উপস্থিতিতে যশোরের মণিরামপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্ট ধাওয়া ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পরপরই উপজেলা নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নব-নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

সংশ্লিষ্টরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, এদিন সন্ধ্যায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এ সময় উপজেলার শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এবং দলীয় বর্তমান ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের লোকজন প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে স্লোগান দিতে থাকেন। 

এক পর্যায়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে ফুলেল শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সম্পাদক মনিরুজ্জামান মনি এবং বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের লোকজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে চেয়ার ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনার পর এলাকায় দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

জানতে চাইলে চেয়ারম্যান আলমগীর হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সাবেক চেয়ারম্যান মনির লোকজন আমার কর্মীদের ওপর হামলা করেছে । এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু সময় চেয়ার ছুড়াছুড়ি হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি মুঠোফোনে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, চেয়ারম্যান আলমগীরের লোকজন আমার কর্মীদের ওপর হামলা করেছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঘটনা বেশি দূর গড়ায়নি। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ন্ত্রনে আনা হয়েছে।

অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের পর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান, আওয়ামী লীগ নেতা এ্যাড. বশির আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ অনেকে। সার্বিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুর রশিদ।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0062811374664307