শিক্ষা প্রতিমন্ত্রীর সই জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী সিন্ডিকেট প্রধান জ্যোতিষ চন্দ্রকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাতে পঞ্চগড় সদরের উত্তর খালপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে র্যাব-১৩ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব কর্মকর্তা মাহমুদ বশির জানান, জ্যোতিষ পঞ্চগড় জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে একটি সঙ্ঘবদ্ধ সিন্ডিকেট তৈরি করেছিলেন। বিভিন্ন মন্ত্রী, সচিব ও প্রতিষ্ঠান প্রধানের ভুয়া সিল স্বাক্ষর তৈরি করে মানুষকে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা করছিলেন।
এরই ধারাবাহিকতায় দিনাজপুর কোতোয়ালী থানার সুইহারী এলাকার বাসিন্দা মাসুদ আলীকে (৩৯) চাকরি দেওয়ার নামে ছয় লাখ টাকা নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে একটি ভুয়া নিয়োগপত্র দেন। পরে নিয়োগপত্রটি ভুয়া বুঝতে পেরে কোতোয়ালী থানায় একটি প্রতারণা মামলা করেন মাসুদ। এরপর কোতোয়ালী থানা পুলিশ আসামিকে গ্রেফতারে তৎপর হয়। এদিকে র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতিষ চন্দ্র নিজের প্রতারণার কথা স্বীকার করেছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।