পৌরসভা প্রতিষ্ঠার প্রায় ৬ বছর পর প্রথম বারের মতো সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ই জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান গত বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ই জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ।
মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯শে জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫শে জুন। জানা যায়, ২০১৭ খ্রিষ্টাব্দের ৩১শে ডিসেম্বর তাড়াশ সদর ইউনিয়নের কয়েকটি গ্রাম, পার্শ্ববর্তী বারুহাস ইউনিয়নের ২টি ও মাধাইনগর ইউনিয়নের ৩টি গ্রামসহ ২৭.৫৩ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে তাড়াশ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮ হাজার ১৫৬ জন এবং নারী ভোটার রয়েছে ৮ হাজার ৫৬০ জন।