সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিমে শিক্ষকদের সুবিধা শূন্য বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা। তিনি বলেন, সত্য কথা বলুন। সত্য হিসেব দিন। প্রত্যয় স্কিম শিক্ষকদের ‘শূন্য’ সুবিধা ছাড়া আর কিছুই দেবে না।
রোববার (৭ জুলাই) প্রত্যয় ইস্যুতে টানা সর্বাত্মক কর্মবিরতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি বৈষম্যের বিরুদ্ধে, মানবতাবিরোধী প্রত্যয়ের বিরুদ্ধে। তারা আমাদের তাত্ত্বিক ব্যাখা দিয়ে বিভ্রান্ত করতে চাইছে।
তিনি আরো বলেন, আপনারা ৫০০ অধ্যাপককে সুপার গ্রেডে যুক্ত করার কথা বলছেন। একজনকে করুন। নাকি করতে চাচ্ছেন না।
প্রধানমন্ত্রীকে আমরা শিক্ষকদের থেকে বিচ্ছিন্ন হতে দেবো না। শিক্ষকদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করেই স্মার্ট বাংলাদেশ গড়বো, যোগ করেন তিনি।