তিন দিনব্যাপী প্রথম ডিআরএমসি ন্যাশনাল ম্যাথ সামিট শুরু হয়েছে। (১৭ অক্টোবর) বৃহস্পতিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ও কম্পিউটার বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদ।
বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি। সামিটে স্ক্র্যাপবুক এক্সিবিশন, ডিজিটাল ইলাস্ট্রেশন এক্সিবিশন, ম্যাথ আর্ট, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, জিওমেট্রি অলিম্পিয়াড, এস্ট্রোনমি অলিম্পিয়াড, সুডুকো কম্পিটিশন, ম্যাথ হিস্টরি কুইজ, স্পিড কিউবিং, ট্রেজার হান্ট, সোলো কুইজ, আইকিউ টেস্টসহ ২৮টি ইভেন্টে দেশের ১১০টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষরা, ক্লাবগুলোর প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, সহযোগী অধ্যাপক ও সামিটের আহবায়ক সুদর্শন কুমার সাহা, ম্যাথ ক্লাবের মডারেটর ও সহকারী অধ্যাপক মো. ওয়াছিউল ইসলাম, আমন্ত্রিত অতিথিরা, অভিভাবকরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকরা। বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি গণিত চর্চা এবং এর উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিশ্ব দরবারে পরিচিত করা এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে অনুপ্রাণিত করাই এই সামিটের উদ্দেশ।
আগামী ১৯ অক্টোবর তিনদিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর সাবেক রেজিস্ট্রার এবং চিফ অপারেটিং অফিসার, ব্রাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যাল্ড।