প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবি উঠলে তার মানে প্রধান বিচারপতিই বুঝতে পারেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
এ সময় ড. আসিফ নজরুল বলেন, “পদত্যাগের যে দাবি এসেছে সেটা শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে । এ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন। ৬ বছরের একটা শিশুকেও মরতে দেখেছি। এসব দেখে খুবই আবেগাপ্লুত হয়ে যাই।”
তিনি আরও বলেন, ”শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকা সরকারের প্রধানকেও পদত্যাগ করতে হয়েছে। সেই আন্দোলন থেকে চাপ আসা, প্রত্যাশা আসার পর প্রধান বিচারপতির কী করা উচিত তা ওনার ওপর ছেড়ে দিলাম।”