কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ২১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৯টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। এসব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দিয়েই চলছে বছরের পর বছর।
জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে নাসির উদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের একাধিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে সরকারিকরণও হয়েছে। যার মধ্যে ১৪টি স্কুলে প্রধান শিক্ষক শূন্য। এদিকে নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈরাগীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুল্লুক চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোড়ার দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাজদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, আংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোদালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অভিভাবকরা বলছেন, প্রধান শিক্ষক না থাকলে ওই বিদ্যালয়ের শিক্ষার মান ভালো হয় না।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি আমি লিখিতভাবে অধিদপ্তরে জানিয়েছি। আশা করছি দ্রুত সমস্যা সমাধান হবে।