কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ক্লাস বর্জন করে কর্মবিরতির ডাক দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শিক্ষকরা কর্মবিরতিতে অংশ নেন। বিদ্যালয়টিতে চলতি বছর এক হাজার ৩০০ শিক্ষার্থী এবং ১৩ জন শিক্ষক রয়েছেন। এছাড়া বিদ্যালয়ে মাধ্যমিক শাখার পাশাপাশি কারিগরি ও কলেজ শাখা রয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষকরা বিদ্যালয়ের অফিসকক্ষে কর্মবিরতি পালন করছেন। শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক নিজের ক্ষমতাবলে দীর্ঘদিন ধরে বিদ্যালয়কে নিজের ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করে আসছেন। সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব দিচ্ছেন না প্রধান শিক্ষক। রেজিস্ট্রেশন, ফরম পূরণ, ছাড়পত্র ও প্রশংসাপত্র ফি বাবদ অতিরিক্ত বিপুল অর্থ গ্রহণ করা হয়। যার কোনো ধরনের সঠিক হিসেব নেই। এছাড়া সারা বছর মোটা অংকের টাকার বিনিময়ে যখন তখন শিক্ষার্থী ভর্তি ও পুনঃভর্তি করে আসছেন। শিক্ষার্থীর টিউশন ফি দ্বিগুণের বেশি বৃদ্ধি করেছেন। খণ্ডাকালীন আটজন শিক্ষককে কোনো কারণ ছাড়া চাকরিচ্যুত করেছেন। বছরের পর বছর নিজের ইচ্ছামতো গোপন ম্যানেজিং কমিটি গঠন করে নিজের মতো করে বিদ্যালয় চালিয়ে আসছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বলেন, আগামীকাল শিক্ষকদের সঙ্গে বসে সমাধান করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, বিষয়টি জানার আগামীকাল সকালে শিক্ষকদের নিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে।