বরিশালের বাকেরগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তাড়া খেয়ে আহত হয়ে জাবের হাওলাদার (১৬) নামের এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। শিক্ষকের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে অচেতন হয়ে পড়ার ১০ দিন পর গত রোববার রাতে তার মৃত্যু হয়।
জাবের গোমা গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে ও জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জাবেরের মামাতো ভাই আব্দুল আজিজ খান লাভলু জানান, ১৭ আগস্ট গোমা বাজারের সেতুর পাশে জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে রাতে পিকনিকের আয়োজন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজিয়ে উচ্চ শব্দে গান করায় প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা ছাত্রদের নিষেধ করেন। একপর্যায়ে তিনি ধাওয়া দিলে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে অচেতন হয়ে যায় জাবের। তাকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
লাভলু বলেন, গত রোববার রাতে জাবের বেশি অসুস্থ হয়ে পড়লে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়।
জেপিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা বলেন, ‘ছাত্ররা সাংস্কৃতিক অনুষ্ঠানের পর পিকনিক করতে চাইলে তাদের দুপুরে বিরিয়ানি খাওয়ানো হয়। রাতে তারা বিদ্যালয়ের মাঠের পাশে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ-ফুর্তি করে। রাত সাড়ে ১১টা পর্যন্ত গান বাজালে আমি গিয়ে ওই বক্স নিয়ে আসি। এ সময় আমার যাওয়ার খবরে ছাত্ররা দৌড়ে পালায়।’