গোপনে পকেট কমিটি গঠন, বিধি ভেঙে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারা মিয়ার বিরুদ্ধে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবক আব্দুল কায়ুম।
অভিযোগে তিনি দাবি করেছেন, অভিভাবক ও গ্রামবাসীকে না জানিয়ে বিদ্যালয় পরিচালনা পকেট কমিটি করেছেন প্রধান শিক্ষক। ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মুল্যায়ন পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কোন ফি আদায় করা যাবে না বলে নির্দেশনা দেয়া হয়েছিলো। কিন্তু সে নির্দেশের তোয়াক্কা না করে প্রধান শিক্ষক তারা মিয়া শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ টাকা আদায় করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত টাকা বিদ্যালয়ের কোন কাজ না করেই তিনি আত্মসাৎ করেছেন।
জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. তারা মিয়া দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কোন পকেট কমিটি করিনি এবং অভিযোগপত্রে যে কথা বলেছেন তা পুরো মিথ্যা। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা ফি নিয়েছিলাম, পরে টাকা ফেরত দেয়া হয়েছে।
রৌমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ বি এম সরোয়ার রাব্বি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। অভিযোগের ব্যাপারে আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নেয়া হবে।