কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি মাধ্যমিক স্কুলের পুরাতন দরজা, জানালা, লোহার গ্রিল, টিন, রড, ইট, বাঁশ, বাঁশের ছাদসহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে।
চুরির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন মনিরুজ্জামান নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার দাঁতভাঙা দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে।
অভিযোগে বলা হয়, রৌমারী উপজেলার দাঁতভাঙা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পুরাতন টিন, সাইনবোর্ড, দরজা, জানালাসহ বিভিন্ন জিনিসপত্র প্রধান শিক্ষক সাইফুল ইসলাম শিক্ষক-কর্মচারীদের অজান্তে গত ৫ জুন বিকেলে এসব বাড়িতে নিয়ে যান।
বিদ্যালয়ের জিনিসপত্র বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্মার্ট মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ এবং বিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখলে চুরির সত্যতা পাওয়া যাবে অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও টিন-রড চুরির অভিযোগ উঠেছিলো।
অভিযোগ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম দৈনিক আমাদের বার্তাকে বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কর্মচারী এসব পুরাতন টিনসহ বিভিন্ন জিনিসপত্র প্রতি কেজি ৪০ টাকা দরে কিনেছেন। আমি কোনোকিছু নিইনি।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি এসএম রেজাউল করিম দৈনিক আমাদের বার্তাকে বলেন, পুরাতন টিনগুলো রেজুলেশন করে সহকারী শিক্ষক ও কর্মচারীরা কিনেছেন। ওই অর্থ দিয়ে প্রাচীর গাইডওয়াল নির্মাণ করা হবে।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আইবুল ইসলাম দৈনিক আমাদের বার্তাকে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের সভাপতি এবং প্রধান শিককের নিকট থেকে টিন-রড বিভিন্ন মালামাল বিক্রির রেজুলেশন পত্র চেয়েছি। রয়েছে। অভিযোগের বিষয়টির তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম সারোয়ার রাব্বি দৈনিক আমাদের বার্তাকে জানান, এ বিষয়য়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে।