এক শিক্ষার্থীর অভিভাবক বরিশালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকাকে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। ওই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে ছাড়পত্র দেয়া নিয়ে অভিযোগ তুলে ৫ লাখ টাকা হাতিয়ে নিতে এক অভিভাবক হায়রানি করছেন বলে অভিযোগ তুলেছেন প্রধান শিক্ষিকা তামান্না ফেরদৌসী।
তিনি অভিযোগ করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উচ্ছৃঙ্খল আচরণ ও বিদ্যালয়ের নিয়ম-নীতি না মেনে চলায় গত বছর অক্টোবর মাসে মিম আক্তার নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে স্কুল থেকে ছাড়পত্র দেয়া হয়। তারপর থেকেই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও নানাভাবে হয়রানি করছেন ওই শিক্ষার্থীর অভিভাবক। কিন্তু কোনোভাবে সফল না হয়ে এবার প্রধান শিক্ষিকাকে মামলার হুমকি দিচ্ছেন।
তামান্না ফেরদৌসী আরও বলেন, শিক্ষার্থীর বাবা একাধিক জায়গায় বলে বেড়াচ্ছেন, তাদেরকে পাঁচ লাখ টাকা না দিলে আমার বিরুদ্ধে মামলা করবেন। ওই ছাত্রীর পরিবার ভিত্তিহীন একটি অভিযোগ সাজিয়ে আমাকে হয়রানি করে আসছেন। আমি দীর্ঘ ১৪ বছর সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছি।
তবে ওই ছাত্রীর অভিভাবক আলমগীর হাওলাদার দাবি করেছেন, ব্যক্তিগত ক্ষোভ থেকে তার সন্তানকে স্কুল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।