দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে এই পদে নতুন একজন নিয়োগ দেয়া হয়েছে। আর বাকিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত মেয়াদেও উপদেষ্টা পদে নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নতুন নিয়োগ পেয়েছেন কামাল আব্দুল নাসের চৌধুরী। এছাড়া গত মেয়াদের উপদেষ্টা সালমান এফ রহমান, তারেক আহমেদ সিদ্দিকী, মশিউর রহমান, তৌফিক ইলাহী চৌধুরী, গওহর রিজভী ফের সরকার প্রধানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।
এদিকে এদিন সন্ধ্যায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।