প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিক্ষা সহায়কের ট্যাবলেট (ট্যাব) পেয়েছেন পিরোজপুরের ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৫১৫ জন মেধাবী শিক্ষার্থী। ডিজিটাল বাংলাদেশের স্মার্ট নাগরিক ও স্মার্ট শিক্ষার্থী গড়তে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ট্যাব বিতরণ করা হয়েছে।
পিরোজপুর জেলা পরিসংখ্যান অফিস আয়োজিত অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান প্রধান অতিথি থেকে এসব কৃতি শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, জেলা পরিসংখ্যান বিভাগের উপ পরিচালক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।