প্রধানমন্ত্রীর ট্যাব বিতরণে ৩ শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - দৈনিকশিক্ষা

প্রধানমন্ত্রীর ট্যাব বিতরণে ৩ শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি |

দিনাজপুরের খানসামায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে ৩ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ভেড়ভেড়ী কালিতলা উচ্চ বিদ্যালয় ও কুমড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।

জানা যায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে পাওয়া ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার ৪৭টি প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ২৮২ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ৯ম ও ১০ম শ্রেণির প্রথম ৩ শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষকরা নিজেদের পছন্দে তালিকা তৈরি করে পাঠানো হয়। সেই অনুযায়ী রোববার (১৬ এপ্রিল) উপজেলা পরিষদ কমপ্লেক্স ট্যাব বিতরণের পর বিষয়টি জানাজানি হলে বঞ্চিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। 

কালিতলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোছা. ইশরাত জাহান বলেন, আমার রোল নম্বর ০৩ হওয়া সত্ত্বেও প্রধান শিক্ষক আব্দুল মান্নান ০৬ রোলের শিক্ষার্থীকে দিয়েছেন। যা নিয়মবহির্ভূত। এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

কুমড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লুবনা জাহান লিশাত বলেন, নিয়ম অনুযায়ী ট্যাব পাওয়ার কথা থাকলেও আমাকে বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম বলেন, ২৩ রোলের ঐ ছাত্রী গরীব ও মেধাবী হওয়ায় তার নাম দিয়েছি। তবে পরে সেই ট্যাব ফেরত নিয়ে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। আর সেই ছাত্রীকে স্কুল থেকে একটি ল্যাপটপ কিনে উপহার দেওয়া হবে। 


 
কালিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, ইশরাত জাহান একজন অনিয়মিত ছাত্রী ও মেয়েটির বিয়ে হয়ে যায়। ট্যাব নেওয়ার জন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। সেই কারণেই ৬ রোলের শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, সরকারি নিয়ম অনুযায়ী স্কুল থেকে পাঠানো তালিকা অনুযায়ী ট্যাব বিতরণ করা হয়েছে। তবে এই তালিকায় যদি কোন অসঙ্গতি থাকে সেটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার বলেন, ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঐ ৩ প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। পরিপত্র অনুযায়ী ট্যাব বিতরণ নিশ্চিত করা হবে।

এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প বিসিএসে আনুকূল্য পেতে যেচে তথ্য দিয়ে বাদ পড়ার শঙ্কায় - dainik shiksha বিসিএসে আনুকূল্য পেতে যেচে তথ্য দিয়ে বাদ পড়ার শঙ্কায় বিজ্ঞপ্তি ছাড়াই ছাত্রলীগ নেতাকে উপাচার্যের পিএস নিয়োগ - dainik shiksha বিজ্ঞপ্তি ছাড়াই ছাত্রলীগ নেতাকে উপাচার্যের পিএস নিয়োগ ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ জাল সনদে চাকরি করছেন এক বিদ্যালয়ের সাত শিক্ষক - dainik shiksha জাল সনদে চাকরি করছেন এক বিদ্যালয়ের সাত শিক্ষক কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ছাত্র আন্দোলনে নি*হত ৯ মরদেহ তোলার নির্দেশ - dainik shiksha ছাত্র আন্দোলনে নি*হত ৯ মরদেহ তোলার নির্দেশ please click here to view dainikshiksha website Execution time: 0.0033230781555176