১৯৫৩ খ্রিষ্টাব্দে প্রথম শহীদ দিবসের প্রথম প্রভাতফেরিতে গাওয়া হয়-
‘মৃত্যুকে যারা তুচ্ছ করিল
ভাষা বাঁচাবার তরে
আজিকে স্মরিও তারে।’
গানটির রচয়িতা প্রকৌশলী মোশারেফউদ্দিন আহমদ। ১৯৫৩ খ্রিষ্টাব্দের ২০ ফেব্রুয়ারি রাতে এ গানটি লেখা হয়। আলতাফ মাহমুদ সুর সংযোজন করেন। এই সংগীতই হয়ে ওঠে অমর একুশের প্রথম বার্ষিকীর প্রভাতফেরির গান। গানটিতে আলতাফের সঙ্গে প্রথম কণ্ঠ মেলান শিল্পী সংসদের নিজামুল হক, মোমিনুল হক, ছাত্রনেতা গাজীউল হক। এ প্রসঙ্গে গবেষক আহমদ রফিক বলেন, ১৯৫৩ খ্রিষ্টাব্দের একুশে ফেব্রুয়ারি প্রভাতফেরিতে যে গানটি গাওয়া হয়, তা আজ অনেকে ভুলে গেছেন। এমনকি ক্ষেত্রবিশেষে তা স্বীকারও করা হয় না। গানটির রচয়িতা মোশারেফ উদ্দিন আহমদের বাড়ি বরিশাল।