বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই তালিকায় ভুল-ত্রুটি থাকলে প্রমাণের কাগজপত্রসহ ১২ ডিসেম্বরের মধ্যে অধিদপ্তরের পত্রগ্রহণ শাখায় আবেদন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত চিঠি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করেছে।
অধিদপ্তর জানিয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য বিষয়ভিত্তিক খসড়া তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদর্শন করা হলো।
সংশোধিত খসড়া তালিকায় যে সব কর্মকর্তার নামের পাশে মন্তব্য কলামে এসিআর নেই-এসিআর ত্রুটিপূর্ণ সংক্রান্ত মন্তব্য রয়েছে সে সব কর্মকর্তাকে ১২ ডিসেম্বরের মধ্যে কলেজ শাখা-১ এর উপ-পরিচালকের কাছে এসিআর জমা ও ত্রুটিপূর্ণ এসিআর সংশোধনের জন্য যোগাযোগ করতে হবে।
এসিআর ছাড়া অন্য যেকোনো ভুল যেমন বর্তমান কর্মস্থল কোনো কলেজে সংযুক্ত-ইনসিটু থাকলে কলেজের নাম অবশ্যই উল্লেখ করতে হবে, নিয়োগ ও যোগদানের তারিখ, স্থায়ীকরণের তারিখ, নিয়মিতকরণের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা, জ্যেষ্ঠতা সংক্রান্ত আপত্তি, সিনিয়র স্কেল সংক্রান্ত আপত্তি অথবা খসড়া তালিকায় নাম না থাকলে তাদেরকে প্রামাণ্য কাগজপত্রসহ আবেদন আগামী ১২ ডিসেম্বরের মধ্যে পত্রগ্রহণ শাখায় ১৩০ নম্বর কক্ষে জমা দেয়ার জন্য বলা হলো।
তালিকা দেখুতে ক্লিক করুন
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।