ঈদ বোনাস দিতে প্রাক প্রাথমিকের নতুন শিক্ষকদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, প্রাক প্রাথমিকে সৃষ্ট পদে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরা ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার উৎসব ভাতা পাবেন। কোন উপজেলা প্রাক প্রাথমিকের মোট শিক্ষক কতোজন নতুন যোগদান করেছেন আর কতোজন শিক্ষক গত ঈদ-উল-আযহায় উৎসব ভাতা পেয়েছিলেন সে সংখ্যা অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। আগামী ১০ এপ্রিলের মধ্যে ইমেইলে এসব তথ্য পাঠাতে হবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। অধিদপ্তর থেকে প্রাক প্রাথমিক শিক্ষকদের তথ্য চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
গত ৩ এপ্রিল অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক এইচ এম আবুল বাশার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রাক প্রাথমিকের সৃষ্ট পদে নিয়োগকৃত সহকারী শিক্ষকরা চলতি অর্থ বছরে শুধুমাত্র ঈদ-উল-ফিতর ও ঈদ উল আযহার উৎসব ভাতা পাবেন। একইসঙ্গে শিক্ষাভাতা প্রাপ্য শিক্ষকদের তথ্যও প্রয়োজন। নির্ধারিত ছকে উপজেলা ওয়ারি এসব তথ্য অন্তর্ভুক্ত করে তা আগামী ১০ এপ্রিলের মধ্যে ইমেইলে অধিদপ্তরে পাঠাতে চিঠিতে বলা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে।
জানা গেছে, ছকে উপজেলার নাম অন্তর্ভুক্ত করে ওই উপজেলার প্রাক প্রাথমিকের কতজন শিক্ষক যোগদান করেছেন আর ঈদ উল আযহার উৎসব পাওয়া শিক্ষকদের সংখ্যা অন্তর্ভুক্ত করে পাঠাতে বলা হয়েছে। আর এতে শিক্ষা ভাতা প্রাপ্য শিক্ষকের সংখ্যাও ছকে অন্তর্ভুক্ত করে পাঠাতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।