বন্যা দুর্গত এলাকার জনগণকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা একদিনের মূল বেতনের সমপরিমাণ টাকা দেবেন।
রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্হ জেলা সমূহের জনগণকে সহযোগিতার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল-এ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ টাকা সংগ্রহ করে দপ্তর-সংস্থাভিত্তিক পাঠানোর জন্য বলা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।