দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : আগামী ২১ ফেব্রুয়ারি (বুধবার) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উদযাপনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সব প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালনে স্ব স্ব কর্মসূচি প্রণয়ন করতে হবে। এছাড়া এদিন স্কুলগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ইতোমধ্যে দিবসটি পালনে ব্যবস্থা নিতে সব শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে অধিদপ্তর।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় দিবসটি পালনে কর্মসূচি গ্রহণ করা হয়। ওই সভার কার্যবিবরণী হিসেবে দিবসটি পালনের ব্যবস্থা নিতে শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
দৈনিক শিক্ষাডটকমের হাতে থাকা ওই সভার কার্যবিবরণীতে দেখা গেছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব প্রাথমিক বিদ্যালয়, পিটিআই ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থায় সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন ও সূর্যাস্তের সময় তা নামাতে হবে। যথাযথ মর্যাদায় সব প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালনে স্ব স্ব কর্মসূচি প্রণয়ন করতে হবে।
এছাড়া দিবসটি পালনে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছাড়া পাঠ, কবিতা পাঠ, হাতের লেখা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।