দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : আগামী বছর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সাপ্তাহিক ছুটি ছাড়া ৬০ দিন ছুটি পাবেন। এর মধ্যে ৩ দিন প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থাকবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমোদন নিয়ে ভোগ করতে হবে।
বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করা হয়।
এর আগে মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছিলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ওই তালিকা অনুযায়ী মাধ্যমিক স্কুলে আগামী বছর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ৭৬ দিন ছুটির ঘোষণা আছে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের প্রাইমারি স্কুলের ছুটির তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।