দৈনিক শিক্ষাডটকম, দিনাজপুর : দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৮ জনকে বহিষ্কার ও ১৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
জানা গেছে, ৬টি কেন্দ্র থেকে ১৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৮ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন।
আটককৃতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার সুন্দরপুর এলাকার মুসলিমা খাতুন (২৮), বীরগঞ্জ উপজেলার এলেঙ্গার শেফালী রায় (৩৩), ফরিদপুর জেলার দফা এলাকার উর্মিলা আক্তার (২০), বিরল উপজেলার রানীপুকুর এলাকার রাহেনা খাতুন (২৬), হাকিমপুর উপজেলার মাধবপাড়া এলাকার জাকিয়া ফেরদৌসি (২৬), বিরল উপজেলার রাঘবপুর এলাকার কামরুজ্জামান (৩২), চিরিরবন্দর উপজেলার আলোকডিহি এলাকার কবিতা রানী রায় (২৭), বিরামপুর উপজেলার দায়োরপুর এলাকার মহিদুল ইসলাম (৩২), সদর উপজেলার দাইনুড় এলাকার শরিফুল আলম (২৮), চিরিরবন্দর উপজেলার আলোকদিহি এলাকার0 সবুজ চন্দ্র রায় (৩৪), বীরগঞ্জ উপজেলার পশ্চিম কানাপুকুর এলাকার মনিরুজ্জামান (৩০), একই উপজেলার ভগিরপাড়া এলাকার জামিল বাদশা (৩১), বনগাঁ এলাকার শফিকুল ইসলামের ছেলে রাকিব (২৮) ও সদর উপজেলার ঘুঘুডাঙ্গা এলাকার আব্দুস সালামের মেয়ে উম্মে সালমা (২৮)।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দিনাজপুরে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বন করায় ১৫ জনকে আটক করা হয়েছে।এদের মধ্যে দিনাজপুর আদর্শ কলেজ কেন্দ্র থেকে ৫ জন, ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস স্কুল থেকে ১ জন, দিনাজপুর সরকারি কলেজ থেকে ২ জন, কেবিএম কলেজিয়েইট উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, ডিআইএসটি সেন্টার থেকে ২ জন ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২ জনকে আটক করা হয়।