ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সই করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। আগামীকাল রোববার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, ‘আমি বিজ্ঞপ্তিতে সাইন করে দিয়েছি। আজই (শনিবার) সেটি ওয়েবসাইটে দেওয়ার কথা। আজ দেওয়া না হলেও দ্রুতই সাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’
তিনি বলেন, ‘একসঙ্গে সব পরীক্ষা হওয়ায় নিয়োগের ক্ষেত্রে বেগ পেতে হয়। নিয়োগ প্রক্রিয়া শেষ হতে এক থেকে দেড় বছর সময় চলে যায়। তাই দুই বা তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তিও সেভাবেই ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে।’
জানা গেছে, দেশের প্রাথমিক স্কুলে শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিভাগওয়ারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিপিই। এরই মধ্যে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়ময়সিংহ; এই ছয় বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাকি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশিত হবে।
আরও পড়ুন : প্রাথমিকের নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষা আগস্টে
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের নিয়োগ প্রক্রিয়া পার্বত্য জেলা পরিষদ করে থাকে। তাই এ জেলা বাদে বাকি জেলার নিয়োগ পরীক্ষা চলতি বছরের আগস্টে শুরু হতে পারে।
গত ২৭ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট এবং ২০ মার্চ খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ দুই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন গ্রহণ শেষ হয়েছে।
ডিপিই সূত্র জানায়, চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে সাত হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এই সংখ্যা শেষ পর্যন্ত ১৫ হাজারের বেশি হতে পারে।
সম্প্রতি সংসদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজারেরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৮৫৮।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।