দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩৩৭ জন নির্বাচিত হয়েছে। বুধবার রাতে এ ফল প্রকাশ করা হয়।
গত ৮ ডিসেম্বর তিন বিভাগে প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। ৩ লাখ ৬০ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
রাতেই প্রার্থীরা এসএমএস পাওয়া শুরু করেছেন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় বসতে হবে। এ লিখিত পরীক্ষা ফল প্রক্রিয়া করছে বুয়েট।
প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের লিখিত পরীক্ষা ডিভাইস জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছিলো। গত ৮ডিসেম্বর পরীক্ষার দিনে পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ১২৪ জন গ্রেফতার হয়েছিলেন। বহু প্রার্থীর কাছে মিলেছিলো ডিভাইস। পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীরা অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে ঢাকা ও বরিশালের রাজপথে নেমেছিলেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।