দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল আজ বুধবার রাতেই প্রকাশিত হবে। বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের প্রথম ধাপের পরীক্ষা গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিলো।
ফল প্রকাশ নিয়ে সভা শেষে বুধবার রাত পৌনে আটটায় সংশ্লিষ্ট এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ লিখিত পরীক্ষা ফল প্রক্রিয়া করছে বুয়েট। আজ বুধবার রাতেই উত্তীর্ণ প্রার্থীরা এসএমএস পাবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তারা বলছেন, ইতোমধ্যে ফল প্রক্রিযার কাজ শুরু হয়েছে। ফল প্রক্রিয়া কিছুটা সময় লাগবে।
এর আগে সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বুয়েট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ফল প্রকাশ নিয়ে সভায় বসেছিলেন।
প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের লিখিত পরীক্ষা ডিভাইস জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছিলো। গত ৮ডিসেম্বর পরীক্ষার দিনে পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ১২৪ জন গ্রেফতার হয়েছিলেন। বহু প্রার্থীর কাছে মিলেছিলো ডিভাইস। পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীরা অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে ঢাকা ও বরিশালের রাজপথে নেমেছিলেন।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।