বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের নেতা মুফতী সৈয়দ ফয়জুল করীমের গায়ে হাত তোলা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উনি কি ইন্তেকাল করেছেন?
ভোটগ্রহণ শেষে সোমবার বিকেলে ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার নির্বাচনের ভোট শান্তিপূর্ণ হয়েছে। আমরা সন্তুষ্টি বোধ করছি। বেশ সুশৃঙ্খল ও আনন্দমুখর ভোট হয়েছে।
একজন প্রার্থী রক্তাক্ত হওয়ার পরও ভোট শান্তিপূর্ণ বলা যাবে কি-না এমন প্রশ্নে সিইসি বলেন, পরিবেশ শান্তিপূর্ণ ছিলো। রক্তাক্ত ব্যাপার আপেক্ষিক। আমরা উনার রক্তক্ষরণ দেখিনি। আমরা শুনেছি হাত পাখার প্রার্থীকে পেছন থেকে একজন ঘুষি মেরেছে। ঘটনা জানার পর আমরা সঙ্গে সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ করেছি। কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা সামলাতে আমাদের প্রস্তুতি আছে।
পরে ফয়জুল করীমের গায়ে হাত তোলার অভিযোগ তদন্ত করে দায়ীদের গ্রেফতারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।