নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে চান সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় নির্বাচনে তারারা প্রিজাইডিং অফিসার হতে চাচ্ছেন। আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হতো বলে জানিয়েছেন তারা।
গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জাতীয় ও বিভিন্ন নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনের আবেদন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে করেছেন। ডিসির সঙ্গে দেখা করে প্রধান শিক্ষকদের একটি প্রতিনিধি দল এ দাবি জানান।
ওই প্রতিনিধি দলে ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান, বৈকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, আবাদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী, আলীপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলি।
প্রধান শিক্ষকরা জানিয়েছেন, তাদের আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানোর বিষয়টি বিবেচনায় নেবেন বলে তাদের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।