দৈনিক শিক্ষাডটকম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পাওয়া শিক্ষক মোহাম্মদ আলী মারা গেছেন। বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
মোহাম্মদ আলী কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। তিনি সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়ে ইতোমধ্যে প্রশিক্ষণও নিয়েছেন।
কলেজ অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অধ্যাপক মোহাম্মদ আলী ভোর ৫টার দিকে হঠাৎ করে অসুস্থ্য হলে তিনি রৌমারী হাসপাতালে ভর্তি হন।
দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল ইসলাম জানান, অসুস্থ্য মোহাম্মদ আলীকে একটি ইনজেকশন আনার জন্য বলেন। পরে ইনজেকশন আনার সময় রাস্তায় টলে পড়েন তিনি। পরে রাস্তায় পথচারীরা অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে শিক্ষক মোহাম্মদ আলী স্ত্রী ও এক ছেলেসহ গুণগ্রাহী ও শিক্ষার্থীদের রেখে গেছেন। তিনি ২০০৫ খ্রিষ্টাব্দ থেকে যাদুরচর ডিগ্রি কলেজে শিক্ষকতা করছেন।