রাজধানীর সূত্রাপুরে একটি বাসা থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাসায় ভাড়া থাকা কলেজছাত্রকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম।
জানা গেছে, ওই ছাত্রী রাজধানীর শেখ বোরহানউদ্দিন পোস্টগ্র্যাজুয়েট কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী ছিলেন। বাবা-মায়ের সঙ্গে কলতাবাজারে থাকতেন। আর আটক ছাত্র রাজধানীর উদয়ন কলেজে উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত। মা একটি হাসপাতালের নার্স।
পুলিশ জানায়, গতকাল সকালে ওই ছাত্র তার সূত্রাপুরের সিংটোলার বাসায় ছাত্রীকে নিয়ে যান। সেখানে ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুজনের মধ্যে একজন ছিলেন হিন্দু, অপরজন মুসলিম। বিয়ে করতে তারা একে অপরকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছিলেন। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ওই কলেজছাত্রের মা নিজেই পুলিশ ডেকে ছেলেকে ধরিয়ে দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘ওই ছাত্র-ছাত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে বিরোধ বাধে। বাগবিত-া থেকে হাতাহাতি এবং একপর্যায়ে মেয়েকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়।’
তিনি আরও বলেন, ‘ছেলের বাবা অনেক আগেই তাদের দেখাশোনা বাদ দিয়ে অন্যত্র চলে গেছেন। মা হাসপতালের নার্স। মা হাসপাতালে থাকায় বাসা ফাঁকা ছিল। এই সুযোগে মেয়েটি ছেলের বাসায় যায়। সেখানে হত্যার ঘটনা ঘটে। পরে ছেলের মা হাসপাতাল থেকে বাসায় ফিরে দেখতে পেয়ে থানায় গিয়ে পুলিশকে খবর দেন।’