দৈনিক শিক্ষাডটকম, জবি : বাংলাদেশ রোভার স্কাউটসের সর্বোচ্চ পদক ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)' পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের চার জন রোভার। বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (প্রোগ্রাম) এ কে এম আশিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যাওয়ার্ড পাওয়ার জন্য মনোনীতরা হলেন- লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন ও সাজেদা আক্তার সাথী এবং হিসাববিজ্ঞান বিভাগের মো. নেছার উদ্দীন।
এর আগে গত ১২ থেকে ১৪ জানুয়ারি জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে ২০২২ খ্রিষ্টাব্দের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন অনুষ্ঠিত হয়। যার ভিত্তিতে ১০ জন রোভার স্কাউটকে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
চূড়ান্ত মনোনীত হওয়া অন্যান্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কাজী মাসুদ আল হাসান, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রশান্ত চৌহান, বাকৃবি রোভার স্কাউট গ্রুপের মো. রবিউল ইসলাম, ময়মনসিংহ পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের মো. মোরাদ হাসান ও কুড়িগ্রাম মুক্ত রোভার স্কাউট গ্রুপের মো. হাসিবুর রহমান সুজন।