জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশিষ্ট নাট্যকার ও গবেষক অধ্যাপক ড. সেলিম আল দীনের ১৫ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে সকালে বিভাগের সামনে থেকে একটি স্মরণযাত্রা সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়।
স্মরণযাত্রায় বিশিষ্ট নাট্যজন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, স্বপ্নদল নাট্যসংগঠনের পরিচালক জাহিদ রিপন, দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
স্মরণযাত্রা শেষে সেলিম আল দীনের সমাধিতে বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ তিন দিনের নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যা সাতটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ফাহমিদা নবীর কণ্ঠে সেলিম আল দীনের গান এবং নাটক স্বর্ণবোয়াল মঞ্চায়ন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।