দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়া বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ ব্যবস্থা নিতে পারবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে বেশ কিছুদিন ধরে। এই যুদ্ধের মধ্যে গুলি ও মর্টার শেল সীমান্ত পেরিয়ে এপাড়েও এসে পড়ছে। তাতে বাংলাদেশে অন্তত দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। সীমান্ত এলাকায় আতঙ্কে অনেকে বাড়িঘর ছেড়ে গেছেন। শিক্ষার্থীশূন্য হওয়ায় বেশ কয়েকটি স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রটি এবার বাতিল করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ওই কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হচ্ছে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
সংবাদ সম্মেলনে ওই এলাকার শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেয়া যায় কি-না জানতে চান সাংবাদিকরা। উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, যদি শিক্ষার্থীরা ওই পরিস্থিতির কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকে বা সে ধরনের কোনো পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া সম্ভব। ঝুঁকিপূর্ণ এলাকায় পরীক্ষার্থীর সংখ্যা খুব বেশি নয়, তাদের বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।