দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আলীমসহ দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বর্তমান সচিব ও ভারপ্রাপ্ত চেয়াারম্যান নারায়ণ চন্দ্র দেবনাথের স্ত্রী বনশ্রী নাথ। বৃহস্পতিবার চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে এ মামলাটি করেন তিনি। একামাত্র ছেলে নক্ষত্র দেবনাথের এইচএসসি পরীক্ষার ফল সাবেক সচিব আবদুল আলীম বেআইনিভাবে পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে এজহারে। মামলায় অপর আসামীরা হলেন মুহাম্মদ ইদ্রিস আলীসহ অজ্ঞাত কয়েকজন।
মামলার এজহারে উল্লেখ করা হয়, মামলার আসামিরা বেআইনিভাবে নক্ষত্র দেবনাথের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। মূলত তার বাবা নারায়ণ চন্দ্র দেবনাথকে অপদস্ত করার উদ্দেশে এ কাজ করা হয়েছে। গত ২৬ নভেম্বর নক্ষত্রের ফল প্রকাশের পর তার মা বনশ্রী কয়েকটি বিষয়ে পুনর্নিরীক্ষার আবেদন করতে গেলে দেখতে পান তার সব বিষয়ের ফল পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে। সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আলীমসহ অন্যান্য আসামীরা এ আবেদন করেছেন বলে অভিযোগ জানানো হয় এজহারে। একটি টেলিটক নম্বর থেকে পুনর্নিরীক্ষার আবেদন করা হলেও আবদুল আলীমের ফোন নম্বর রেফারেন্স নম্বর হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ বনশ্রী নাথের।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আলীম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, যেকোনো টেলিটক নম্বর থেকে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে হয়। এ ক্ষেত্রে কেউ যদি আমার নম্বরটা ব্যবহার করে আমাকে না জানিয়ে, আমার কি করার আছে। হয়রানি করার উদ্দেশে এ মামলাটি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, অভিযোগকারীর স্বামী বর্তমান সচিব ও ভারপ্রাপ্ত চেয়াারম্যান নারায়ণ চন্দ্র দেবনাথ ও বোর্ডের একজন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ফল কেলেঙ্কারির অভিযোগ উঠেছিলো। বোর্ডের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও নারায়ণ চন্দ্র দেবনাথের বিরুদ্ধে মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি জানিয়ে আমি মন্ত্রণালয়ে অভিযোগ করেছিলাম। তাই হয়রানীর চেষ্টা করা হচ্ছে।
অধ্যাপক আবদুল আলীম আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ায় আমাকে অপদস্ত ও হয়রানি করার চেষ্টা করা হচ্ছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।