চট্টগ্রামের মিরসরাইয়ে দাখিল পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে সুমাইয়া বিনতে কালাম (১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বড়কমলদহ এলাকার উকিল বাড়িতে এ ঘটনা ঘটে।
সুমাইয়া ওই বাড়ির প্রবাসী আবুল কালামের মেয়ে। সে ওয়াহেদপুর ইউনিয়নের ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিয়েছে।
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ সংবাদমাধ্যমকে বলেন, সুমাইয়া এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। শুক্রবার তার ফল প্রকাশিত হবে। কিন্তু ফল প্রকাশের আগে মেয়েটি আত্মহত্যা করেছে। তার শিক্ষাপ্রতিষ্ঠানে কথা বলে জানা গেছে মেয়েটি অনেক মেধাবী ছিল।
নিজামপুর পুলিশ ফাঁড়ির এসআই (উপপরিদর্শক) মৌমিন হোসেন বলেন, বুধবার বিকেলে সবার অগোচরে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে বুধবার ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকায় তার মা তাকে বকাঝকা করেছে। মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।