আর্জেন্টিনার শহর রোজারিওতে জন্ম লিওনেল মেসির। ফুটবল খেলার জন্য খুব অল্প বয়সে জন্মস্থান ছেড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। রোজারিও ত্যাগ করার আগে শহরটির স্কুল ‘গ্রাল লাস হেরাস’-এ ১ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত পড়াশোনা করেন তিনি। মেসির প্রথম শিক্ষাগুরুর নাম মিস মনিকা দোমিনা। যিনি মেসির উদ্দেশ্যে আবেগঘন একটি খোলা চিঠি দিয়েছেন।
মেসির শিক্ষক মনিকা দোমিনা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। মৃত্যুর আগে অন্তত একবার মেসির সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরতে চান তিনি। আর্জেন্টাইন রেডিও স্টেশন সুপার দেপোর্তিভোকে দোমিনা বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারি না যে, মেসি আমার কাছে লিখতে ও পড়তে শিখেছিল।’
মনিকা দোমিনা বলেন, ‘আমি সত্যিই মেসির সঙ্গে দেখা করতে চাই। আমি তাকে একটি ছোট চিঠি লিখব। আশা করি এটা মেসির কাছে পৌঁছাবে। আমি তাকে দেখতে চাই।
কারণ আমি ভালো নেই। আমার হার্টের সমস্যা রয়েছে। মৃত্যুর আগে তাকে একবার জড়িয়ে ধরতে চাই।’
মেসির উদ্দেশ্যে দেয়া মিস মনিকা দোমিনার চিঠিটি তুলে ধরা হলো- ‘হ্যালো মেসি, আমি তোমার শিক্ষক হতে পারায় ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার ছাত্র হওয়ায় তোমাকে ধন্যবাদ। সবসময় একইরকম থাকা এবং না বদলানোর জন্যও তোমাকে ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী এবং ভালো একজন মানুষ। কখনো বদলাবে না। তোমার জীবনের অংশ হতে পেরে যে গৌরব অনুভব করছি, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমার অনুরোধের জন্য দুঃখিত। এত এত বিপর্যয়ের মধ্যে আমাদের আনন্দে রাখার জন্য তোমাকে ধন্যবাদ।’
চিঠিতে মনিকা লিখেছেন, ‘তোমার হাসিমুখ দেখাটাই আমার সুখ। তুমি নিজেকে মেলে ধরেছো এতে আমি খুশি। দেশের জন্য যে সম্মান বইয়ে আনছো তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি সত্যিই তোমাকে আলিঙ্গন করতে চাই। আমার স্বপ্নপূরণ করতে চাই। তোমার শিক্ষক হওয়াটা আমার জন্য সম্মানের। মৃত্যুর আগ পর্যন্ত এই অনুভূতি আমাকে আনন্দিত করবে। শুভ কামনা। তোমাকে আমরা ভালোবাসি।’
আগামীকাল বিশ্বকাপের ফাইনালে স্বপ্নের শিরোপা জিততে ফ্রান্সের মুখোমুখি হবেন লিওনেল মেসি। মনিকা দোমিনার চিঠি তার কাছে পৌঁছালে নিশ্চয়ই বিশ্বকাপের পর শিক্ষাগুরুর ইচ্ছাপূরণ করতে রোজারিওতে ফিরে যাবেন মেসি।