বিশ্বকাপ জেতার পরও ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের পেছনে ছিল আর্জেন্টিনা। কিন্তু পানামা ও কুরাসাওয়ের সঙ্গে লিওনেল মেসিদের দুই ম্যাচ জয় এবং মরক্কোর কাছে ব্রাজিলের হারে ৬ বছর পর বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরিয়েছে আলবিসেলেস্তেদের।
ইউরো বাছাইয়ে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে হারানো ফ্রান্সও একধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে। ব্রাজিল নেমেছে তিন নম্বরে।
গত মাসে দুটি প্রীতি ম্যাচের মধ্যে প্রথমটিতে পানামাকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে বিধ্বস্ত করে ৭-০ গোলে।
মরক্কোর বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হারে।
সিশেলসের বিপক্ষে দুটি ম্যাচ খেলা বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে।