দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ছাত্রবিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে নিজের এমন অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
পোস্টে বার্নি স্যান্ডার্স লিখেছেন, ‘১৯৬২ খ্রিষ্টাব্দে শিকাগো বিশ্ববিদ্যালয়ে বর্ণবাদী নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। ’৬৩ খ্রিষ্টাব্দে পৃথক গাত্রবর্ণের লোকদের জন্য পৃথক স্কুলের বিরোধিতা করে আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছিলাম। কিন্তু আমরা সঠিক পথে ছিলাম। আমি গর্বিত যে আজ শিক্ষার্থীরা গাজায় চলমান যুদ্ধের বিরোধিতা করছে। নিজেদের লক্ষ্যের প্রতি দৃষ্টি রেখে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাও। তোমরা ইতিহাসের সঠিক পাতায় রয়েছ।’
এর আগে বার্নি স্যান্ডার্স বলেছিলেন, ভিয়েতনাম যুদ্ধ অবসানের দাবিতে ৬০ বছর আগে তিনি বিক্ষোভে যোগ দিয়েছিলেন। এখন গাজা উপত্যকাও প্রেসিডেন্ট বাইডেনের জন্য ভিয়েতনামের মতো পরিস্থিতি তৈরি করেছে।
গত মাসে এক সাক্ষাৎকারে ইসরায়েলের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ইসরায়েল ক্রমেই একটি ধর্মীয় মৌলবাদী রাষ্ট্র হয়ে উঠছে। যেখানে কয়েকজন মানুষ; যাঁরা সরকার চালাচ্ছেন, তাঁরা মনে করেন, ঈশ্বর তাঁদের বলেছেন, সমগ্র এলাকা (ফিলিস্তিন) নিয়ন্ত্রণের অধিকার তাঁদের রয়েছে।