কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২২২ বোতল ফেনসিডিলসহ এক স্কুলের অফিস সহারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ।
সোমবার (২১ আগস্ট) সকালে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিদর্শক আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২০ আগস্ট) রাতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মনোয়ার হোসেন মুন্না (২৫)। তিনি বালারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী (পিয়ন)।
বালারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এখলাছুর রহমান জানান, রোববার রাতে ফেনসিডিলসহ মুন্না গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপপরিদর্শক আব্দুর রহমান জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেফতার ও বাড়ির ভেতর থেকে বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পরে রোববার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা ও সোমবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।