ফের নিয়োগ পাওয়ায় ইউজিসি চেয়ারম্যানকে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন - দৈনিকশিক্ষা

ফের নিয়োগ পাওয়ায় ইউজিসি চেয়ারম্যানকে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যারলয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় ইউজিসি চেয়ারম্যানকে অভিনন্দন জানানো হয়। 

অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ

ইউজিসি চেয়ারম্যান হিসেবে গত চার বছর দায়িত্ব পালনের সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ড. শহীদুল্লাহর উল্লেখযোগ্য পদক্ষেপের কথা উল্লেখ করে অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, তার সময়কালে গবেষণার সংস্কৃতি তৈরির জন্য ইউজিসি বৈদেশিক পিএইচডি স্কলারশিপ চালু করেছে, শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে এবং অর্থ সাশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় অভিন্ন আর্থিক নীতিমালা ও আর্থিক ম্যানুয়াল, অডিট ম্যানুয়াল এবং পিইউএফআর টেমপ্লেট তৈরি ও ইলেকট্রনিক পদ্ধতিতে ফান্ড ট্রান্সফার করা হচ্ছে।

তিনি আরো বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের জন্য বিএনকিউএফ প্রণয়ন, ১০৭টি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল প্রতিষ্ঠা ও আউটকাম বেইজড এডুকেশন কারিকুলাম টেমপ্লেট প্রণয়ন করার পাশাপাশি পাবলকি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে দেয়া হয়েছে কাজী শহীদুল্লাহর সময়ে। এছাড়া করোনা মহামারীর সময়ে অনলাইন টিচিং অ্যান্ড অ্যাসেসমেন্ট নীতিমালা ও রিকভারি প্ল্যান তৈরি, সফট লোন ও সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদের ডাটাপ্যাক দেয়া, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ই-নথি থেকে ডিজিটাল নথি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা-২০২২ তৈরি ও ব্লেন্ডেড এডুকেশন নীতিমালা প্রণয়ন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেশী-বিদেশী অভিজ্ঞ শিক্ষক নিয়োগে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নীতিমালা তৈরি করাসহ ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ প্রদান, ওপেন এডুকেশন রিসোর্স (ওইআর) পলিসি তৈরি, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগসহ উচ্চশিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে অধ্যাপক ড. শহীদুল্লাহর নানামুখী পদক্ষেপ নানা পদক্ষেপ নিয়েছেন।

ফের ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন উপাচার্য ড. সৌমিত্র শেখর।

কর্মজীবনে অধ্যাপক কাজী শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের ডিন ছিলেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেছেন। তিনি ঔপনিবেশিক বাংলায় প্রাথমিক শিক্ষা বিষয়ের ওপর অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গত বৃহস্পতিবার তাকে দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ - dainik shiksha প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা - dainik shiksha ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ - dainik shiksha বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ - dainik shiksha ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে - dainik shiksha নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে - dainik shiksha আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে please click here to view dainikshiksha website Execution time: 0.0033750534057617